হুগলি, ১০ ফেব্রুয়ারি:- জীবনের প্রথম বড় পরীক্ষা তাই একটু টেনশন একটু উৎকন্ঠা আছে,তবে পরীক্ষার প্রস্তুতি ভালো হওয়ায় পরীক্ষা ভালোই হবে। আর প্রথম পরীক্ষা ভালো হলে পরের পরীক্ষা গুলোও ভালো হবে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলোতে পরীক্ষা আর অভিভাবকদের উপস্থিতি সকাল থেকে। ১১ টা থেকে পরীক্ষা শুরু। তার আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। হুগলি জেলায় মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রী বেশি পাঁচ হাজার, পরীক্ষা কেন্দ্রও বেশি গতবারের তুলনায়।
পরীক্ষার্থীরা স্কুলের গেটে রুম নাম্বার ও সিট নাম্বার দেখে নিয়ে স্কুলে ঢুকছে। এবছর হুগলি জেলায় মোট ১৪৫ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। হুগলি জেলায় মোট পরীক্ষার্থী ৫৬,০৫৯ জন। ছাত্র ২৫,২৩৫ জন। ছাত্রী ৩০৮২৪ জন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্র গুলোতে যান। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পুরসভার কাউন্সিলরদের উদ্যোগে পরীক্ষা কেন্দ্রের সামনে মাধ্যমিক পরীক্ষা শিবির করা হয়েছে। সেখানে অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে।