এই মুহূর্তে জেলা

হুগলিতে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রী বেশি,পরীক্ষা কেন্দ্রও বাড়ল গতবারের তুলনায়।

হুগলি, ৯ ফেব্রুয়ারি:- সোমবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা , তার আগে প্রস্তুতি পরীক্ষা কেন্দ্র গুলোতে। পরীক্ষার্থীদের সুবিধার্থে স্কুলে ঢোকার গেটেই লাগানো হয়েছে রুম নাম্বার ও সিট নাম্বার। তাছাড়াও স্কুলগুলির মধ্যে কেউ যদি পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বা কেউ যদি অসুস্থ থাকে তার জন্য আলাদা করে সিক রুম করা হয়েছে। এবছর হুগলি জেলায় মোট ১৪৫ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। গতবারের তুলনায় প্রায় আট হাজার বেড়েছে পরীক্ষার্থী। ছাত্রদের থেকে ছাত্রী বেশি প্রায় সারে পাঁচ হাজার।

মোট পরীক্ষার্থী ৫৬,০৫৯ জন। ছাত্র ২৫,২৩৫ জন। ছাত্রী ৩০৮২৪ জন। হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষক সুপ্রিয় চক্রবর্তী জানান, মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী সবকিছু ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরা বসানো হয়েছে। একটা বেঞ্চে দুজন করে পরীক্ষার্থী পরীক্ষা দেবে। সব ঘরেই পর্যাপ্ত আলো থাকছে কোন অন্ধকার ঘরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হচ্ছে না।কাল সকাল ৯.৪৫ থেকে পরীক্ষার্থীদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে। জেলা এডভাইসারি কমিটির সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হুগলি ব্রাঞ্চ স্কুল মেন ভেনু হয়েছে।এখানে আটটি স্কুলের ছাত্ররা পরীক্ষা দেবে।