হুগলি, ৭ ফেব্রুয়ারি:- যোগ্য লোকদের বাদ দিয়ে অযোগ্যদের দলের কমিটিতে প্রাধান্য দেওয়ার অভিযোগ, বিজেপি সভাপতি ঘরে তালা মারল কর্মীরা।শ্রীরামপুর সংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দলেরই কর্মীদের।শুক্রবার শ্রীরামপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেএম শা স্ট্রিটে দলীয় পতাকা ও বিভিন্ন পোস্টার হাতে বিক্ষোভ দেখার বিজেপি কর্মীদের একাংশ ।তিন তলা ভবনে রয়েছে শ্রীরামপুরের সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদকের ঘর, সেই ঘরেই তালা ঝুলিয়ে দেয় বিজেপির দলেরই একাংশের কর্মীরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মী সুমিতা পাত্র অসীম সাহাদের অভিযোগ, যারা পুরনো কর্মী যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, মাঠে ময়দানে নেমে কাজ করে তাদেরকে সরিয়ে রেখে যারা জেলা সভাপতির কাছের লোক তাদেরকে বিভিন্ন পদ পাইয়ে দেওয়া হচ্ছে।
মোহন আদক তিনি দলের অযোগ্য সভাপতি। লোকসভা নির্বাচনে কবীর শংকর বোস কে প্রার্থী করা হয়েছিল তাকেও কোন কমিটিতে রাখেননি সভাপতি। অবৈধভাবে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন আমরা মানছি না। সকল সদস্যদের মতামত নিয়ে নির্বাচন করতে হবে। জেলা সভাপতি মোহন আদক জানিয়েছেন, আমাদের নির্বাচন প্রক্রিয়া চলছে আর তাতে জেলা সভাপতির কোন ভূমিকা নেই। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ও মন্ডল রিটার্নিং অফিসার তারা বিষয়টি দেখছে। আমরা যদি সঙ্ঘবদ্ধ না থাকতাম তাহলে ৭৪ হাজার সদস্য সংগ্রহ করতে পারতাম না। কারা বিক্ষোভ দেখিয়েছে তালা মেরেছে আমি জানিনা ।তবে তারা বিজেপির কেউ নয় ।কারণ বিজেপি হল শৃঙ্খলা পরায়ন দল।হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন বলেন, ওদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল। কারণ বিজেপি দল ভাঁওতাবাজ তোলাবাজ দল। তবে তাদের মধ্যে কি সমস্যা সেটা আমরা বলতে পারব না হয়তো এই কারণেই তালা মেরেছে।