হুগলি, ৪ ফেব্রুয়ারি:- শেওড়াফুলি স্টেশন সংলগ্ন এলাকার একটি নার্সিংহোম সিল করে দিল জেলা স্বাস্থ্য দপ্তর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর ডেপুটি সিএমওএইচ ওয়ান ত্রিদীপ মুস্তাফি ও ডেপুটি থ্রি সুব্রত সেনশর্মাকে নিয়ে আজ শেওড়াফুলিতে যান। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, একটি অভিযোগ পেয়ে তদন্তে যাওয়া হয় ওই নার্সিংহোমে। নার্সিংহোম চালানোর বৈধ কোন অনুমতি ছিল না তাই সিল করা হয়েছে। শেওড়াফুলি স্টেশনের পাশে ঘোষের নার্সিংহোমে গিয়ে আধিকারিকরা কাগজপত্র পরীক্ষা করেন। নার্সিংহোমের কোন লাইসেন্স ছিলনা দেখে শেওড়াফুলি ফাঁড়ি থেকে পুলিশ ডাকেন।
তারপর তালা মেরে সিল করে দেন। ওই নার্সিংহোমে বেআইনি ভাবে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ। কিছুদিন আগে চুঁচুড়ার একটি নার্সিংহোমে এক তৃনমূল পঞ্চায়েত সদস্য যুবতী বধুর সিজারে প্রসব করানোর পর তিনি কোমায় চলে যান। কলকাতার বেসরকারী হাসপাতালে চিকিৎসা করিয়েও তাকে সুস্থ করা যায়নি। বর্তমানে সেই যুবতী ব্রেনডেড অবস্থায় রয়েছেন চুঁচুড়ার একটি নার্সিংহোমে। এই ঘটনার পর থেকেই দেখা যাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসে। বেআইনি কিছু হলেই বেসরকারী নার্সিংহোম গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে।