হাওড়া, ৪ ফেব্রুয়ারি:- সোমবার রামরাজাতলায় সরস্বতী পুজোর দিন ইভটিজিং-কান্ডে ধৃতদের মঙ্গলবার তোলা হয় হাওড়ার জুভেনাইল কোর্টে। সোমবার রামরাজাতলায় একটি গার্লস স্কুলের সামনে ইভটিজিং এর প্রতিবাদ করায় এক ছাত্রীর বাবাকে প্রকাশ্য রাস্তায় মারধর করে রক্তাক্ত করার অভিযোগে ধৃত দুই নাবালককে মঙ্গলবার শারীরিক পরীক্ষার পর বিচারের জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জুভেনাইল কোর্টে।
চ্যাটার্জিহাট থানার পুলিশের তৎপরতায় সোমবার এই দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা হয়। বর্তমানে আক্রান্ত নাবালিকার পিতা হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।