হাওড়া, ১ ফেব্রুয়ারি:- বিহারের কুখ্যাত দুষ্কৃতি রাজা মাহাতোকে হাওড়া থেকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের মোজাফফরপুরে একটি বহুজাতিক সংস্থার গোডাউনে ডাকাতি করার সময় এক কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত করে রাজা ও তার দলবল। এরপর ডাকাতি করে পালিয়ে যায় তারা। এই ঘটনার তদন্ত শুরু করে বিহার পুলিশ। বিহার পুলিশ মোজাফফরপুর থেকে এক যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে রাজা মাহাতো ওরফে রাজাবাবুর হদিস পায় বিহার পুলিশ।
এরপর হাওড়া থানা এলাকার নিত্যধন মুখার্জি লেন থেকে রাজা মাহাতোকে গ্রেফতার করে বিহার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের একটি দল। গোপন সূত্রে খবর পেয়ে এই সাফল্য মিলেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালে একটি খুন ও ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিল ধৃত রাজা। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয় এবং শনিবার ট্রানজিট রিমান্ড নিয়ে বিহার যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে হাওড়া আদালতে।