এই মুহূর্তে জেলা

ডি-ফার্মা কোর্সে পড়ানোর নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঙ্গুর থেকে ধৃত এক।

হুগলি, ৩১ জানুয়ারি:- ব্যাঙ্গালোরে বিভিন্ন বেসরকারি কলেজে ডি. ফার্ম (ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট) কোর্সে পড়ানোর নাম করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ আজ ভোররাতে কোলকাতা বাঘাযতীন এলাকা থেকে গ্রেফতার করে অমিতাভ দাস নামে এক ব্যক্তিকে। তার নামে অভিযোগ, জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 180 জন পড়ুয়াদের কাছ থেকে 2 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল।

তারমধ্যে সিঙ্গুর থানা এলাকায় 9 জন পড়ুয়া ও হুগলি জেলায় 60 জনের কাছ থেকে কোর্সে পড়ানোর নাম করে টাকা নেওয়া হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, কোলকাতা বরাহনগর থানা ডানলপ এলাকায় অ্যাচিভ ইন্টারন্যাশনাল এডুকেশন সেন্টার নাম করে অফিস খুলে ব্যবসা করছিল। আজ ধৃত কে 14 দিনের পুলিশ হেফাজতের আর্জি চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।