হাওড়া, ২৯ জানুয়ারি:- উলুবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধনে গিয়ে বিস্ফোরক হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি। হাওড়া সদর কেন্দ্র থেকে পালিয়ে আসতে চাইছি, ওখানে বড় বড় নেতা বড় বড় কথা, আমাকে গ্রামীন হাওড়া তথা উলুবেড়িয়া সাব ডিভিশন কেন্দ্রে নিয়ে আসুন, রাজ্যের মন্ত্রী পুলক রায়কে এমনই আবেদন জানান সাংসদ। আমি পালিয়ে আসতে চাইছি ওখান থেকে। এখানে এলে গোল্ড কাপ পাবো বলেন প্রসূন। মঙ্গলবার উলুবেড়িয়ার করাতবেরিয়ায় সবলা মেলার উদ্বোধনে এসেছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ওই বিতর্কিত মন্তব্য করেন।
