হাওড়া, ২৮ জানুয়ারি:- বাঘের আতঙ্কে ঘুম উড়েছে হাওড়ার জগৎবল্লভপুরের প্রতাপপুর মোল্লাপাড়ায়। মশাল জ্বেলে রাতে শুরু হয়েছে রাত পাহারা। বন দফতরের দাবি বাঘ নয়, এটা সম্ভবত বড়ো আকারের বাঘরোল। এখন বাঘরোল ধরতে পাতা হয়েছে খাঁচাও। গত দু’দিন ধরে জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপপুর মোল্লাপাড়া এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন দফতর ও পুলিশের তরফে গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়া এবং আতঙ্ক না ছড়ানোর আবেদন করা হয়েছে। তারপরেও রাত জেগে মশাল জ্বালিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন এলাকার মানুষ।
![](https://khaborsojasapta.com/wp-content/uploads/2025/01/Night-watch-in-Jagatvallabhpur-by-lighting-torches-in-fear-of-tiger-1200x642.jpg)