হুগলি, ২৮ জানুয়ারি:- রাস্তা থেকে দিন পনেরোর টমটমকে ওরফে টমুকে ঘরে তুলেছিলেন চুঁচুড়া জোড়াঘাটের যুবক দীপব্রত সেনগুপ্ত। সাধের নামটিও দেওয়া তাঁর। তারপর কোলে পিঠে করে বড় করা। কিন্তু ১৭ জানুয়ারি ভোরে হঠাৎই টমি উধাও। বহু খোঁজাখুঁজি করেও আর খোঁজ মেলেনি। টমটম মানুষ নয়, বিড়াল। পুলিশ কী খুঁজবে? সেই প্রশ্ন ঘোরাফেরা করায় আর থানায় যাননি দীপব্রত। তাই নিজেই রঙিন ছবি সহ সন্ধান চাই পোস্টার ছাপিয়ে চুঁচুড়ার অলিগলিতে সেঁটে টমুর খোঁজ শুরু করেছেন তিনি। যা নিয়ে শোরগোল পড়েছে শহরে।
কারণ, বিড়ালের সন্ধান চাই এ যাবৎ এমন পোস্টার শহরে পড়েনি বলেই মানছেন বর্ষীয়ান নাগরিকেরা। দীপব্রতর বাবা ঋতব্রতর উত্তরপাড়ায় একটি গাড়ির ডিলারের মালিক। ছেলে প্রতিদিন সেখানে গিয়েই ব্যবসা দেখাশোনা করেন। কিন্তু টোমুর খোঁজে ব্যবসামুখো হননি তিনি। ঋতব্রতর মা রূপা নাওয়াখাওয়া ভুলেছেন। ঋতব্রত চাইছেন যে কেউ তাঁর টমুকে দেখলে একবার পোস্টারে দেওয়া ফোন নম্বরে যোগযোগ করুক। যোগযোগ নম্বরের উপরে তাই তাঁর করুন বার্তা লেখা, দয়া করে উপকার করুন।