হুগলি, ২১ জানুয়ারি:- গতকালই আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আমৃত্যু যাবজ্জীবন সাজার নির্দেশে খুশি হতে পারেননি অনেকেই। রাজ্য সরকারও উচ্চ আদালতে ফাঁসির সাজার জন্য আবেদন করছে। আর নাগরিক সমাজ যারা ১৪ ই আগস্ট রাত জেগেছিল। তারা আবারো নতুন করে শুরু করছে আন্দোলন।
মঙ্গলবার রাতে শ্রীরামপুর বটতলার অবরোধ করে নাগরিক সমাজ। বটতলা চারমাথার মোট বিক্ষোভ অবরোধ থেকে স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস। প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীরামপুর বটতলা। যতদিন না আর জি কর কান্ডে সব দোষী সাজা হয় ততদিন এভাবেই আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি নাগরিক সমাজের।