এই মুহূর্তে জেলা

রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি স্থাপন চন্দননগরের কানাইলাল স্কুলে।

হুগলি, ২১ জানুয়ারি:- বিপ্লবী রাসবিহারী বসু ছিলেন কানাইলাল স্কুলের ছাত্র।আজ তার ৮০ তম প্রয়ান দিবস। কানাইলাল স্কুলের ইংরাজি বিভাগের ১৯৯৪ সালের মাধ্যমিক ব্যাচ তার আবক্ষ মূর্তি স্থাপন করল স্কুল প্রাঙ্গনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, শিক্ষাবিদ ও বিদ্যালয়ের প্রাক্তনী বিশিষ্টজন। মেয়র জানান, কানাইলাল স্কুল এবং চন্দননগর স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতোপ্রোতো ভাবে জরিত।

কানাইলাল দত্ত, রাসবিহারী বসু, মনীন্দ্র নায়েক সহ আরো অনেক বিপ্লবীর স্মৃতি বিজড়িত। তাই সেই সব স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা তাদের মূর্তি স্থাপন করা বর্তমান প্রজন্মকে জানানো প্রয়োজন। কি ভাবে বৃটিশদের থেকে দেশ স্বাধীন করতে জীবন বাজি রেখেছিলেন তারা। রাসবিহারী বাসু জন্ম হয়েছিল বর্ধমান জেলায়।পরে তিনি ভদ্রেশ্বরের পালারা গ্রামে থাকতে। চন্দননগর থেকেই আজাদ হিন্দ ফৌজ গঠন করেন।ছদ্মবেশে দেশ ত্যাগ করেন। জাপানে চলে যায়। তার সব কর্মকান্ডে স্মৃতি চারনা করেন ইতিহাসবিদ ও স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক।