এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় ভর সন্ধ্যায় বোমাতঙ্ক!

হুগলি, ১৭ জানুয়ারি:- উত্তরপাড়া তেঁতুলতলা কালভার্টের পাশে আজ বিকাল থেকে পরে থাকতে দেখা যায় একটি বাগের, স্থানীয়রা খবর দেয় পুলিশকে, এরপর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে, এরপর সাড়ে সাতটা নাগাদ পুলিশ নিজেই বোম্ব স্কোয়াড ও স্নিফার ডগ ছাড়াই ব্যাগটি তুলে নিয়ে যায় হিন্দমোটর ফ্যাক্টরীর মধ্যে, এরপর পুলিশ নিজেই ব্যাগটি খুলে দেখে ব্যাগে কিছু নেই।

কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন পুলিশ কিভাবে বোম স্কোয়াড বা স্নিফার ডোগের সাহায্য ছাড়া নিজে হাতে এই কাজ করলো, কোনো বিপদ হলে তখন কি হত কেন থানায় থানায় বোম স্কোয়াড থাকবে না। এই বিষয় স্থানীয় নেতা পঙ্কজ রাই জানান অবিলম্বে এই এলাকায় সি চি ক্যামেরা নজরদারীর আয়তায় আনা উচিত, এই ওয়ার্ডে পুর প্রধান নিজে থাকেন, পাশেই রেল লাইন ও স্টেশন।