এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে ছাত্রীরা স্কুলেই উদযাপন করল একদিনের ফুড ফেস্টিবল।

হুগলি, ৮ জানুয়ারি:- পড়ার সাথে খেলা, খেলার সাথে খাওয়া। এই উদ্যেশ্য নিয়ে সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে উদযাপন হল আজ একদিনের ফুড ফেস্টিবল-২০২৫ স্কুলের ছাত্রীরা স্কুল প্রাঙ্গনে রীতিমতো স্টল বানিয়ে নিজেদের বাড়ী থেকে রান্না করে নিয়ে আসা বিভিন্ন রকমারি খাবারের আইটেম নিয়ে এসেছিল। কফি থেকে পাকোড়া, চাউমিন, পাস্তা, ঝালমুড়ি, নলেনগুরের পিঠে সহ নানান রকমের মুখরোচক আইটেম।

তিন টাকা দামের কফি, দুই টাকার ঝালমুড়ি, পাঁচ টাকার পাস্তা, ১০ টাকার চাউমিন নিমেষে বিক্রি হয়ে গেল। বিক্রি শেষে টাকা গুনতে দেখা গেল ছাত্রীদের। বিক্রি করে কি লাভ হয়েছে, সেটা তারা জানে না। কিন্তু হাতে টাকা পেয়ে খুশি পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, একঘেয়েমি মিড ডে মিলের খাবার থেকে একটু স্বাদ বদল করতে এই ফুড ফেস্টিবল এর আয়োজন। ছোট বয়স থেকে মানুষের সাথে কথা বলা, বিক্রির অভিজ্ঞতা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এই চিন্তা ভাবনা থেকে এই ফুড ফেস্টিবল এর আয়োজন।