এই মুহূর্তে জেলা

শীতেও রাস্তার বেহাল দশা, অভিযোগ বিস্তর। প্রশাসনকে দুষছেন আমজনতা।

হাওড়া, ৭ জানুয়ারি:- বর্ষায় নয়, এই শীতের মরসুমেও হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ধর্মতলা রোডের অবস্থা বেহাল। দুর্বিষহ অবস্থা। অভিযোগ, রাস্তার ওয়ার্ক অর্ডার পাশ হওয়া সত্বেও অজানা কারণে তৈরি হয়নি রাস্তা। সাধারণ মানুষের অভিযোগ, শুধু যে বর্ষাকাল তা নয় বছরের সবসময় এই রাস্তার অবস্থা এইরকমই থাকে। তবে বর্ষাকালে আরো বেশি ভয়ানক হয়ে পড়ে এই রাস্তা। আর যে কারণে এই রাস্তা দিয়ে আসা যাওয়া খুবই কষ্টকর হয়ে পড়ে।

নিত্যদিন এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে দেখা যায়। যেমন টোটো উল্টে যাওয়া কিংবা স্কুল থেকে ফেরার সময় ছাত্রছাত্রীকে নিয়ে তার অভিভাবকরা পড়ে যাওয়া। এইভাবে প্রাণ হাতে নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগ, দীর্ঘদিন এই রাস্তা জলমগ্ন এবং খানাখন্দে ভরা থাকা সত্ত্বেও প্রশাসন নির্বিকার। এখন কবে রাস্তা সারাই হয় তীর্থের কাকের মতো প্রতীক্ষায় দিন গুনছেন সবাই।