হুগলি, ৩ জানুয়ারি:- বইয়ের জন্য হাটুন এই বার্তা দিয়ে শুরু হয়ে গেল হুগলির ঐতিহাসিক শ্রীরামপুর শহরের বইমেলা। শ্রীরামপুর পুরসভা উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করলেন সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা, উপ-পুরপ্রধান উত্তম নাগ, এবং বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার সিং এবং সমীর সাহা। শীতের আমেজ পড়লেই শিক্ষা ক্ষেত্রের নবজাগরণের অন্যতম পুরোধা উইলিয়াম কেরি, যশুয়া মার্স ম্যান উইলিয়াম ওয়ার্ড এই শহরের বইপ্রেমী মানুষরা অধীর আবেগে অপেক্ষা করেন শ্রীরামপুর বই মেলা উৎসবের জন্য, শুক্রবার উদ্বোধন হল এই বইমেলা চলবে, আগামী বারই জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত অগণিত বইপ্রেমী মানুষরা আসবেন শ্রীরামপুর গান্ধী ময়দানে তারা তাদের পছন্দমত বই বেছে নেবেন, এর জন্য পশ্চিমবঙ্গের সমস্ত প্রথম সারির প্রকাশকগণ এই মেলায় তাদের নতুন নতুন বইয়ের সম্ভার নিয়ে এসে হাজির হয়েছেন শুধু বই কেনা বা দেখা নয় এর সঙ্গে প্রতিদিন থাকছে সন্ধ্যায় নানা স্বাদের বিচিত্রা অনুষ্ঠান বিভিন্ন শিল্পীরা তাদের সংগীতের ডালি নিয়ে হাজির থাকবেন শীতের সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গনে।
এ প্রসঙ্গে বলতে গিয়ে বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার সিং এবং সমীর সাহা জানালেন আমাদের এই শহর শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ। প্রাচীনকাল থেকেই সংস্কৃতি মনস্ক মানুষের বাস এই শহরে, বছরে বারো মাস এই শহরের মানুষ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, কয়েকদিন আগেই এই শহরে বাসিন্দারা পালন প্রভু যিশু খ্রিস্টের জন্ম উৎসব উপলক্ষে শ্রীরামপুর ক্রিসমাস কার্নিভাল বা শ্রীরামপুর হেরিটেজ উৎসব, যা শুধু এই জেলাই নয় বাংলার বিভিন্ন প্রান্তরে মানুষের মধ্যে বিপুল সারা পড়েছিল তার রেশ কাটতে না কাটতেই আবার আমরা মিলিত হয়েছি এই বইমেলায়। এই উপলক্ষে এদিন দুপুরে মাহেশ জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণ থেকে বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বইয়ের জন্য হাটুন কর্মসূচিতে অংশ নিয়ে চার কিলোমিটার পথ হাঁটেন।