এই মুহূর্তে জেলা

পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসবের উদ্বোধন চন্দননগরে।

হুগলি, ২৯ ডিসেম্বর:- চন্দননগর মেরির মাঠে শুরু হলো পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসব। উৎসবের সূচনা করেন তথ্যসংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর মেয়র রাম চক্রবর্তী, শিশু-কিশোর একাডেমির চেয়ারম্যান অর্পিতা ঘোষ। অর্পিতা জানান, মুখ্যমন্ত্রী সব সময় বলেন কলকাতা কেন্দ্রিক না করে জেলায় জেলায় ছড়িয়ে পড়তে। সেইমত আমরা চন্দননগরে এবারে উৎসব করছি। জেলা থেকে অনেক প্রতিভা উঠে আসে।

এখানে অনেক স্কুল ছাত্র ছাত্রী আছে যারা খুব ভালো কাজ করে। তাদের একটা সুযোগ দেওয়া। বিভিন্ন মডেল বানিয়ে বিজ্ঞানের প্রদর্শনীতে উৎসাহী ছোটদের আমরা চেষ্টা করছি পুরস্কৃত করার। বর্তমান সময়ে মোবাইল নির্ভর জীবন হয়ে গেছে সেখান থেকে বাচ্চাদের শিকর কে চেনানোর একটা প্রচেষ্টা। আমরা যে পুরস্কারের ব্যবস্থা করি সেগুলো বই ছাড়া অন্য কিছু হয় না। শিশু কিশোর উৎসব চলবে আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত।