হাওড়া, ২৫ ডিসেম্বর:- হাওড়ায় অভিনব বড়দিন পালন। ডিসেম্বরের ২৫শে ২৫ ফুটের কেক কেটে বড়দিন উদযাপন হলো হাওড়ার দাসনগরে। বুধবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ২৫ ফুটের সেই কেক শিশু সহ উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হলো। হাওড়ার দাশনগরের বিরাজময়ী রোডে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা এবং সমাজসেবী সুদেষ্ণা হাজরা।
উদ্যোক্তাদের দাবি, এত বড়ো ক্রিসমাস কেক কেটে বড়দিন উদযাপন তাঁরাই বিগত ১২ বছর ধরে আয়োজন করে চলেছেন। মূলত শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। প্রতি বছরই বড়দিনে এই সবচেয়ে বড় কেক কেটে উদযাপন করা হয়। এদিন বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছিল গোটা এলাকা। সেলিব্রিটি থেকে শুরু করে অভিভাবকরাও এই খুশির উৎসবে উপস্থিত হয়েছিলেন।