হাওড়া, ২২ ডিসেম্বর:- হাওড়ার ষষ্ঠী-নারায়ণ ইকো পার্কে গত বছরের ন্যায় এ বছরেও ক্রিসমাস কার্নিভাল শুরু হতে চলেছে। ২৩ ডিসেম্বর সোমবার কার্নিভালের উদ্বোধন হতে চলেছে। কার্নিভালের চেয়ারম্যান সুমন বন্দোপাধ্যায় উদ্বোধনের আগের দিন রবিবার সন্ধ্যায় এই নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, গত বছরের থেকে বেড়ে এবছর ৭৩টি স্টল থাকছে এই উৎসবে। তার মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শান্তিনিকেতনের ছোঁয়ায় সোনাঝুরি স্টল। শান্তিনিকেতনের সমস্ত জিনিস পাওয়া যাবে এখানে। এছাড়াও টেরাকোটার স্টল থাকছে এবার। উদ্যোক্তাদের আশা গত বছরের থেকে এ বছরে জনসমাগম অনেক বেশি হবে। কারণ প্রতিদিন বিভিন্ন শিল্পী সমন্বয়ে ভরে উঠবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।
এই কার্নিভাল ২৩ ডিসেম্বর শুরু হলেও আগামী পয়লা জানুয়ারি’ ২০২৫ পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল সাড়ে ৩টে থেকে রাত্রি ১০টা পর্যন্ত খোলা থাকবে। ২৪ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত সাংস্কৃতিক আসরে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করবেন কুমার সঞ্জয়, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, সিধু, অরিত্র, রূপঙ্কর, লোপামুদ্রা সহ বিশিষ্ট শিল্পীরা। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবছর পার্কিংয়ের দায়িত্ব পুরোপুরি পুলিশের হাতে দেওয়া হয়েছে। পার্কিংয়ের জন্য যেমন কোনও প্রবেশ মূল্য থাকছে না, তেমনি কার্নিভালে কোনও প্রবেশ মূল্য রাখা হয়নি। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডা: সুজয় চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা।