এই মুহূর্তে জেলা

অবশেষে সমস্যা মিটলো হুগলী-চুঁচুড়া পুরসভার।

হুগলি, ২০ ডিসেম্বর:- অবশেষে সমস্যা মিটল হুগলি-চুঁচুড়া পুরসভার। বকেয়া দু’মাসের মজুরির দাবিতে টানা ২০ দিন ধরে কর্মবিরতি পালন করে আন্দোলনে সামিল হয়েছিলেন এই পুরসভার অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা। যার জেরে নাগরিকেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। প্রশাসন হস্তক্ষেপ করলেও বকেয়ার দাবিতে অনড় থেকে কাজে যোগ দিচ্ছিলেন না কর্মীরা। অবশেষে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের হস্তক্ষেপে সমস্যা মিটল। শুক্রবার সকালেও পুর গেটে অস্থায়ী শ্রমিকেরা জমায়েত হয়েছিলেন। মজুরির দাবিতে চলছিল আন্দোল। সকালেই অবশ্য পুরসভার সভা ঘরে ঢুকে যান বিধায়ক অসিত মজুমদার।

তিনি পুরসভার প্রধান, উপ প্রধান সহ পুরসভার ২৯ জন সদস্যের সঙ্গে বৈঠক করেন। এরপর শ্রমিক প্রতিনিধিদের সেখানে ডেকে পাঠানো হয়। তাঁদের সঙ্গে বেশকিছুক্ষণ আলোচনার পর বেরিয়ে আসেন সকলে। এরপর মাইক হাতে বিধায়ক ঘোষণা করেন আগামী মঙ্গলবারের মধ্যে সকল অস্থায়ী শ্রমিক কর্মীরা দু’মাসের বকেয়া মজুরি পেয়ে যাবেন। এ জন্য সরকার ৩ কোটি টাকা ধার দিচ্ছে পৌরসভাকে। তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন শ্রমিকেরা। এ দিন থেকে আবর্জনা পরিষ্কারের কাজও শুরু হয়ে যায়। বিধায়ক এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, শ্রমিকদের নিয়েই আমাদের পরিবার। তৃণমূল সরকার তাঁদের পাশে আছে।