হাওড়া, ২০ ডিসেম্বর:- হাওড়ায় দেদার তৈরি হচ্ছিল জাল আধার কার্ড। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিল পুলিশ। স্ক্যানার মেশিন, প্রিন্টার সহ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। জাল আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছে ডোমজুড় থানার বেগড়ী গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের জনৈক সদস্য দীর্ঘদিন ধরেই এই কাজে যুক্ত ছিলেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে কেশবপুর দক্ষিণ মাঠ এলাকার বাসিন্দা ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা দেয়।
এবং বেশ কিছু জাল নথি ও ল্যাপটপ, স্ক্যানার বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি জাল বার্থ সার্টিফিকেটও তৈরি করতেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এদেশে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে যখন উদ্বেগ বাড়ছে তখন এই ধরনের ঘটনা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।