তরুণ মুখোপাধ্যায়, ১৪ ডিসেম্বর:- শনিবার বিকালে ইংরেজি নতুন বছরের আগে বৈদ্যবাটি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের একটি নতুন রাস্তার উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পূর্ত দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ, (ভাই)। তিনি বলেন এখানকার বাসিন্দাদের এই রাস্তাটির দীর্ঘদিনের চাহিদা ছিল, অবশেষে এটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় খুশি হওয়া এলাকাবাসীদের মধ্য।
এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সমর বাগচী, এলাকার কাউন্সিলার হরিপদ পাল সহ বিশিষ্টজনেরা এছাড়াও এ দিনের অনুষ্ঠান থেকে স্থানীয় কিশোর সংঘ ক্লাবের নিজস্ব প্রেক্ষাগৃহের ও উদ্বোধন করা হয়, এছাড়াও এই অনুষ্ঠান উপলক্ষে এলাকার বেশ কিছু দুস্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন ও পুরপ্রধান পিন্টু মাহাতো সহ অন্যান্যরা।