হাওড়া, ১১ ডিসেম্বর:- প্রাক্তন অলিম্পিক ফুটবলার শৈলেন মান্নার নামে হাওড়ার কোনও রাস্তার নাম না থাকলে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম প্রয়াত পদ্মশ্রী ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ৩ দিনের দীঘা সফরে রওনা হওয়ার আগে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে হাওড়ার জেলা প্রশাসনকে ওই নির্দেশ দেন তিনি। এবিষয়ে মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের বলেন, ‘আমি যেটা বললাম সেটা হলো এই ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে শৈলেন মান্না রোড রাখতে। যদি ওই নামে হাওড়ার কোনও রাস্তার নাম না থাকে। আর এই জায়গাটা একটু সুন্দর করে সেল্ফ হেল্প গ্রুপের দোকান করে দেওয়ার জন্য বলেছি। তাতে জায়গাটা দেখতে ভালো হবে।’ প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী ডুমুরজলা হেলিপ্যাডে আরও বলেন, ‘বাংলাদেশ নিয়ে গতকাল যা বলার বলেছি। আর কিছু বলব না। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার যা বলার বলবে।’ এদিন তিনি ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে শৈলেন মান্না রোড করার ঘোষণার পর জেলাশাসক পি দীপাপপ্রিয়া এবং হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি সহ পদস্থ আধিকারিকরা ড্রেনেজ ক্যানেল রোড পরিদর্শন করেন।
তাঁরা ওই রোড ঘুরে দেখেন। এই বিষয়ে হাওড়ার পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের যে নির্দেশ দিয়ে গেছেন ড্রেনেজ ক্যানেল রোড যেটা বেলেপোল থেকে শুরু হয় এবং যেটা শেষ হয় বেলিলিয়াস পার্ক ইস্ট-ওয়েস্ট বাইপাসের প্রায় শেষ অবধি ওই রাস্তার নামটা আমাদের সকলের গর্ব প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণ করার জন্যে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সেই কাজ বাস্তবায়ন করব। ড্রেনেজ ক্যানেল রোডের নামকরণের পাশাপাশি ওই এলাকায় সৌন্দর্যায়নের কাজও হবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ডুমুরজলায় সবুজসাথী ক্রীড়াঙ্গনের উল্টোদিকে কিছু সৌন্দর্যায়নের কাজ করার। প্রশাসনের তরফ থেকে যা করণীয় তা করা হবে। হাওড়া পুরসভার তরফ থেকে ওই জায়গার রাস্তা সারাই, পরিষ্কার করে দেওয়া হবে। ওই জায়গাটি সার্ভে করে এসে দ্রুত কি করা যায় তা দেখা হবে। ওই রাস্তার কিছু কিছু জায়গা অসমান আছে। এই মুহুর্তে ওই রাস্তাগুলি জাতীয় সড়ক অথরিটি দেখাশোনা করছে। পুজোর আগে থেকে তাঁরা দায়িত্ব নিয়েছেন। তাঁদের এই ব্যাপারে জানানো হয়েছে। যে জায়গাগুলি অসমান রয়েছে দ্রুত ওনারা ঠিক করে দেবেন।’