হাওড়া, ৯ ডিসেম্বর:- আবাস যোজনায় ঘর না পাওয়ার প্রতিবাদে এবং জল ও নিকাশির দাবিতে হাওড়ার ডোমজুড়ে পথ অবরোধ করে বিক্ষোভ। সোমবার ডোমজুড়ের সলপ-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঁসি ডাসপাড়া পোলধার ৫৫ নম্বর পার্টে ওই বিক্ষোভ হয়।
এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা, ড্রেনের সমস্যা এবং আবাস যোজনার ঘর না পাওয়াকে কেন্দ্র করে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। পুলিশ এসে গ্রামবাসীদের আশ্বাস দিলে অবরোধ ওঠে। তবে বেশ কিছুক্ষণ অবরোধের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়।