এই মুহূর্তে জেলা

হুগলি চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ অস্থায়ী কর্মিদের,বেতনের দাবী।

হুগলি, ২ ডিসেম্বর:- আজ থেকে সব পরিষেবা বন্ধ রাখার হুশিয়ারী দিয়েছিলেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা। সেই কথা তারা মাইকে প্রচারও করেছিলেন। বিষয়টি মহকুমা শাসকের কানে যেতে গতকাল পুর কর্মচারী প্রতিনিধিদের ডেকে আলোচনা করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। বেতন সমস্যা মেটাতে পনেরো দিন সময় দিতে বলেন কর্মচারীদের। সেই মত পুর কর্মিরা আজ থেকে জল আলো চালু রাখলেও অন্যান্য সব পরিষবা বন্ধ রেখেছে। সকাল থেকে পুরসভার গেটে অবস্থান বিক্ষোভ শুরু করে তাঁরা। পুর কর্মিরা জানান, দু মাস গিয়ে তিন মাসে পরেছে তাদের বেতন হয়নি। কবে হবে বলতে পারছে না পুর কর্তৃপক্ষ। এমতাবস্থায় তাদের পক্ষে কাজ করা সম্ভব না।

আন্দোলন না করলে কোনো মাসে বেতন হয়না। তাই তারা আন্দোলন করছেন। আজ থেকে জল আলো সহ সব জরুরি পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষনা করেছিলেন তাঁরা। কিন্তু মহকুমা শাসকের কথায় জল আলো চালু রাখছেন। তবে বেতন না হলে সব কিছু বন্ধ রাখবেন। কর্মিদের প্রতিনিধি অসীম অধিকারী, রাধেশ্যাম শঙ্খ বনিকরা জানান, সময়ে বেতন প্রায় কোনো মাসেই হয়না। বাকি পরে থাকে কয়েকমাস। এভাবে পেট চলেনা। মাসের বেতন দেয়না অতিরিক্ত কাজের টাকাও বাকি। আমরা চাই এর একটা বিহিত হোক। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, কর্মিদের বেতন না হওয়া অমানবিক। দু বছর করোনার সময়ও বেতন হয়েছে। কেন এখন বেতন হচ্ছে না আমি অন্ধকারে।