হাওড়া, ২৬ নভেম্বর:- সমবায় ব্যাঙ্কের নির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। হাওড়ার শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ২২টি জোনের ৬০টি আসনের প্রতিদ্বন্দ্বিতায় সবকটিতেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। গত ১৮ এবং ১৯ শে নভেম্বর এই আসনগুলির মনোনয়ন জমা দেওয়ার তারিখ ছিল। ২১ তারিখ ছিল স্ক্রুটিনি।
এরপর ২২ তারিখ তৃণমূল কংগ্রেসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে এই নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, বিরোধীরা কুৎসা অপপ্রচার করা সত্ত্বেও তারা একটি আসনেও প্রার্থী দিতে পারেনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমুল কংগ্রেসের প্রার্থীরা শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে সব আসনে জয়লাভ করেছে।