হাওড়া, ২৪ নভেম্বর:- হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া হসপিটাল রোডের বর্তমানে বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে এখানকার বেহাল রাস্তার কোনও সংস্কার না হওয়ায় ভাঙা রাস্তায় নর্দমা উপচে নোংরা জমা জলে মুখ থুবড়ে পড়ছে গাড়ি। দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ পথচলতি মানুষ। অভিযোগ, নিকাশির কাজ না হওয়ায় সারা বছর নর্দমা উপচে জল জমে থাকে রাস্তায়।
বার বার প্রসাশনকে জানিয়েও কোনও কাজ না হওয়ায় রবিবার এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ এই অবরোধ চলে। অবশেষে পঞ্চায়েতের সদস্য এবং প্রশাসনিক প্রধানরা এসে আশ্বাস দিলে অবরোধ ওঠে।