উঃ২৪পরগনা, ১৫ নভেম্বর:- এনআইএ তদন্তের দাবি করছেন জগদ্দল থানার ঢিল ছোঁড়া দূরত্বে গুলিতে মৃত অশোক সাউয়ের পরিবার। প্রসঙ্গত, রবিবার সকাল ৮-৪৫ নাগাদ জগদ্দল থানার অদূরে চায়ের দোকানে বসে থাকা তৃণমূলের ১২ নম্বর ওয়ার্ড সভাপতিকে এলোপাথাড়ি গুলি করে দুষ্কৃতীরা। পুলিশ ঘটনায় জড়িত কৌসর আলিকে গ্রেপ্তার করেছে। কিন্তু ঘটনায় মূল অভিযুক্তরা এখনও বেপাত্তা।
শুক্রবার মৃতের ভাই কিশোর সাউ দাদার খুনের বিচার পেতে এনআইএ তদন্তের দাবি করলেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পুলিশের ওপর আস্থা নেই। তাই মৃতের পরিবার এনআইএ তদন্তের দাবি করছেন। তিনি বলেন, এআইএ তদন্তের দাবিতে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। এফ আই আর কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।