এই মুহূর্তে জেলা

দীর্ঘ ৫০ বছরের পুরনো পুকুর বোজানোর অভিযোগ, প্রতিবাদে লিলুয়ায় বিক্ষোভে মহিলারা।

হাওড়া, ১৫ নভেম্বর:- দীর্ঘ ৫০ বছরের পুরনো পুকুর বোজানোর অভিযোগ, প্রতিবাদে লিলুয়া পঞ্চাননতলায় বিক্ষোভে মহিলারা। হাওড়ার লিলুয়া পঞ্চাননতলায় বালি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ। শুক্রবার সকালে স্থানীয় মহিলারা ব্যানার ও পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ ৫০ বছর ধরে লিলুয়ার পঞ্চাননতলায় এই পুকুরটি ব্যবহার করে আসছেন এলাকাবাসীরা। অভিযোগ, এখন দেখা যাচ্ছে এই পুকুরটি বোজানোর চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি। এই বিষয়ে বালি পৌরসভা, লিলুয়া থানা এবং বিভিন্ন সরকারি জায়গায় অভিযোগ জানিয়েও কোন সুরাহা না মেলায় শুক্রবার এলাকার মহিলারা বিক্ষোভে সামিল হন। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।