এই মুহূর্তে জেলা

রিষড়ায় জগদ্ধাত্রী পূজার গাইড ম্যাপের উদ্বোধনে সাংসদ।

হুগলি, ৯ নভেম্বর:- পরম্পরা ঐতিহ্য মেনেই মানুষ উৎসবে সামিল হয়েছে। দুর্গা ও কালীর পর জগদ্ধাত্রী পুজো কে ঘিরে চন্দননগরের পর রিষড়াতে ও মানুষের ঢল নামবে।শনিবার রিষড়া থানায় জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ প্রকাশের অনুষ্ঠানে এসে একথা বলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় উৎসব মুখর বাংলা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আলাদা সংস্কৃতির মাত্রা যোগ করেছে।অনুষ্ঠানে ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়।

তিনি বলেন, রাজ্যবাসী শান্তিপ্রিয়। কেউ কেউ অশান্তি করতে চায়।কিন্তু মানুষ উৎসবে সামিল হয়ে তার জবাব দিয়েছে। এ দিন প্রায় ১০১ টি বারোয়ারি পুজোর মানচিত্র প্রকাশ করে রিষড়া থানা। সেখানে উপস্থিত ছিলেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এসিপি শ্রীরামপুর শুভঙ্কর বিশ্বাস, সার্কেল ইনস্পেকটর প্রবীর দত্ত ও ট্রাফিক আইসি রাজেশ মণ্ডল।