এই মুহূর্তে জেলা

চন্দননগর মহকুমা শাসকের দপ্তরের উদ্ধার জোড়া কালাচ।


হুগলি, ২৬ অক্টোবর:- চন্দননগর মহকুমাশাসক দফতরে জোড়া কালাচ উদ্ধার। শনিবার, দুপুরে বিষধর ওই কলাচ সাপ দু’টিকে উদ্ধার করেন ব্যান্ডেলের সর্পপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। ওই দফতরের পিছনে (কোর্ট লকাপের দিকে) অব্যবহৃত পুরনো সিঁড়ির নীচে পরিত্যক্ত ট্রাঙ্কের ভিতর থেকে সাপ দু’টিকে উদ্ধার করেন চন্দন। ওই দফতর সূত্রে খবর, দিন কয়েক আগে একটি সাপ দেখতে পেয়ে চন্দনকে জানানো হয়। চন্দন সেখান থেকে একটি বিষহীন ঘরচিতি সাপ উদ্ধার করেন। তখনই পরিত্যক্ত ওই জায়গা সন্দেহ হয় চন্দনের।

চন্দন জানান, ঘরচিতি কালাচের অন্যতম প্রিয় খাদ্য। সে দিন কেউ না থাকায় চন্দন ফিরে যান। শনিবার, এক সঙ্গীকে নিয়ে সেখানে ফের সাপ খুঁজতে পৌঁছন। তখনই ওই জোড়া কালাচ উদ্ধার হয়। চন্দনের কথায় এশিয়া মহাদেশের মধ্যে পাওয়া সর্বাধিক বিষধর এই সাপ। যা বেশিরভাগ সময়েই ঘুমন্ত মানুষকে কামড়ায়। সঙ্গে সঙ্গে বোঝা যায় না। আবার কামড়ের দাগও থাকে না। তাই চিকিৎসা শুরু হতেই দেরি হয়ে যায়। ফলে আক্রান্ত মানুষটিকে বাঁচানো সম্ভব হয় না।