এই মুহূর্তে জেলা

উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক।


হুগলি, ২০ অক্টোবর:- উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক। নাম, কেদারনাথ ঘোষ। তিনি বৈদ্যবাটির বাসিন্দা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকায় নার্সারি রোডের এক দূর্গাপূজো মন্ডপে একটি উটকে মানুষের বিনোদনের জন্য বেঁধে রাখা হয়েছে বলে সমাজমাধ্যমে মন্তব্য করেন অভিনেতা তথাগত মুখার্জি। ঐ পোস্টে পুজোর থিম হরপ্পা মহেঞ্জোদড়োর অনুকরণে হয়েছে বলেও জানান। ঐ পোস্ট দেখে একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা তুলে ধরা হয়।

সেদিনই স্থানীয় কিছু মানুষদের আপত্তিতে উটটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরের দিন আবার উটটিকে সাজিয়ে মন্ডপের পাশে একটি স্থানে বেঁধে রাখা হয়। বিষয়টি জানাজানি হতেই বিভিন্ন পশুপ্রেমী সংগঠন বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করে। আজ, রবিবার বেলা বারোটা নাগাদ আদালতের নির্দেশে বনদপ্তর ও পুলিশ বৈদ্যবাটীর উটটিকে উদ্ধার করতে গেলে স্থানীয় পুজো কমিটির সদস্যরা বাধা দেয়। বাকবিতন্ডা হয়। ঐ সময় কেদার খবর সংগ্রহে গেলে তাঁকে মারধর করা হয়। তিনি ওয়ালশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে উটটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতর। মারধরের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।