হুগলি, ১৮ অক্টোবর:- হকার উচ্ছেদ নিয়ে চাঞ্চল্য চন্দননগর স্টেশনে। চন্দননগর স্টেশন অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে সাজানো হবে। সেই জন্যই রেল কর্তৃপক্ষের তরফ থেকে চন্দননগর স্টেশনের বাইরে রেলের জায়গায় বসবাসকারী ব্যবসাদারদের উঠে যাওয়ার কথা বলেছিল। কিন্তু তাতে কর্ণপাত না করাই অবশেষে রেলের পক্ষ থেকে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছিল। তাতে জানানো হয়েছিল শুক্রবারের মধ্যে সকল দোকানদারদেরকে এলাকা থেকে দোকান সরিয়ে নিতে হবে। না হলে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।
কিন্তু কেউ দোকান না সরিয়ে নেওয়ায় আজ সকালে রেল কর্তৃপক্ষের তরফ থেকে দোকানগুলি তুলতে আসে তখনই রুখে দাঁড়াই ব্যবসায়ীরা। বুলডোজারের সামনে বসে তারা বিক্ষোভ দেখায়। চন্দননগর স্টেশন এরিয়া হকার্স কোপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক দেবব্রত বিশ্বাস জানান আমাদের প্রথম থেকেই দাবি পুনর্বাসন ছাড়া কোনোভাবে উচ্ছেদ করা যাবে না। আমরা দীর্ঘদিন ধরেই রেলকে জানিয়ে আসছি সঠিক নিয়ম মেনে আমাদেরকে অনুমতি দেওয়া হোক। কিন্তু তা কোন ভাবেই করছে না। তবে আমরা এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আজ সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে। তাই কোনভাবেই আমরা উচ্ছেদ করতে দেব না।