এই মুহূর্তে কলকাতা

জাঁক-জমকহীন লক্ষ্মীপূজো অপরাজিতার বাড়িতে।

কলকাতা, ১৭ অক্টোবর:- অপরাজিতা আঢ্যর বাড়ির লক্ষ্মীপূজো মানেই বেশ জাঁক- জমকপূর্ণ লক্ষ্মী পুজো। তবে এই বছর একদম সাদামাটাভাবে পুজো সারছেন তিনি। আরজি কর ঘটনার জন্য বাড়িতে সংবাদমাধ্যমের নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।

আরজি করের ঘটনায় বহুবার প্রতিবাদ করতে দেখা গেছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। এই বার লক্ষ্মী পুজোতেও তাঁর প্রতিবাদ এভাবেই।