হাওড়া, ১৩ অক্টোবর:- হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে রবিবার বিকেল ৩টে নাগাদ একটি প্লাস্টিকের খেলনা তৈরির কারখানা এবং প্লাইউডের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে দমকলের মোট ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। হতাহতের খবর না থাকলেও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে জানা গেছে। দমকল সূত্রে জানা গেছে, কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিন ঘটনার সময় কারখানা বন্ধ ছিল। ওই কারখানার মধ্যে প্রচুর প্লাস্টিকের দানা এবং প্লাইউড সামগ্রী মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে দুটি কারখানাই। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের মোট ৮টি ইঞ্জিন। এই মুহূর্তে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুন লাগার কারণ জানা যায়নি।