এই মুহূর্তে জেলা

পুজোর আগে বিপুল পরিমাণ শব্দবাজি ও বাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত হুগলিতে।

হুগলি, ১ অক্টোবর:- দুর্গাপুজোর আগে জেলায় এই প্রথম বিশাল পরিমান শব্দবাজি সহ শব্দবাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল চন্ডিতলা থানা। গোপনসূত্রে খবর পেয়ে চন্ডিতলা থানার ইন্সপেক্টর জয়ন্ত পালের নেতৃত্বে রাতের অন্ধকারে চন্ডিতলা থানার খরসরাই-বেগমপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে দুই কুইন্টাল অবৈধ বাজি, সোরা (PBC) ৭৫ কেজি, গন্ধক ৬০ কেজি, এলুমিনিয়াম গুঁড়ো ২৫ কেজি এবং বারুদ ১৫ কেজি। মোট ৩.৭৫ কুইন্টাল বাজি ও বাজি তৈরির উপকরণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। মঙ্গলবার নির্দিষ্ট আইনগত পদ্ধতি মেনে এই দ্রব্যসামগ্রী গুলো বিনষ্ট করা হবে। রাতের অন্ধকারে এই অভিযান চালানোর সময় দুস্কৃতিরা পালিয়ে যায়।