এই মুহূর্তে জেলা

পুজোর আগে ঘাট পরিদর্শন সুজয়ের।


হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- পুজোর আগে হাওড়ায় বিসর্জনের ঘাটগুলো পরিদর্শন করে সেখানকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরসভার কর্তারা। বুধবার দুপুরে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তীর নেতৃত্বে আধিকারিকরা হাওড়ার গুরুত্বপূর্ণ একাধিক নিরঞ্জনের ঘাট পরিদর্শন করেন।

এদিন রামকৃষ্ণপুর, শিবপুর প্রমুখ ঘাট পরিদর্শন করা হয়। সুজয় চক্রবর্তী বলেন, ঘাটের অবস্থা মোটামুটি ভালো আছে। তবে ঘাটের কিছু অংশ পুজোর আগেই মেরামত করা হবে। দুর্ঘটনা যাতে না হয় গঙ্গার ঘাটে ব্যারিকেড দেওয়া হবে। এছাড়াও এবার ঘাটে কিছু অতিরিক্ত আলো লাগানো হবে। ঘাটে প্রতিমা নিরঞ্জনের সময় এবারে হাইড্রা মেশিন ব্যবহার করা হবেনা। পরিবর্তে লং বুম মেশিনের সাহায্য নেওয়া হবে।