এই মুহূর্তে জেলা

নিরাপত্তা বলয় ভেঙে মুখ্যমন্ত্রীর হাতে খাম দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন কাউন্সিলর?


হুগলি, ২৪ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর কনভয় ডানকুনি টোলপ্লাজা দিয়ে পাশ করার সময় ডানকুনির এক তৃনমূল কাউন্সিলর মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে এগিয়ে গিয়ে একটি ব্রাউন খাম দিতে যান। সেখানে চন্দননগর পুলিশ কমিশনার দাঁড়িয়ে থেকে কনভয় পাশ করাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে কেন কাউন্সিলর গাড়ির কাছে গেলেন সে বিষয়ে জিঞ্জাসাবাদ করার জন্য ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলীকে থানায় নিয়ে যায় পুলিশ। মুখ্যমন্ত্রী বীরভূম থেকে কলকাতা ফেরার পথে এই ঘটনা। ডানকুনি টোলপ্লাজার কর্মি আইএনটিটিইউসির সদস্যরা পতাকা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

তখনই এই ঘটনা। ডানকুনি রেল ওভার ব্রীজ তৈরী হয়েছে। তাও রেল লাইন পারপারা চলে। যার ফলে দূর্ঘটনা ঘটে।সেই রেল লাইনের তলায় আন্ডার পাশ করার দাবীতে অবস্থান করছে বাসিন্দারা। সেই আন্দোলনে নেতৃত্বে আছেন তৃনমূল কাউন্সিলর শুভজিৎ। মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে চিঠি দিতে যাওয়ার প্রশ্নে সদুত্তর দেননি তিনি। তবে জানিয়েছেন আন্ডার পাশের দাবী এলাকার মানুষের ১ অক্টোবর পর্যন্ত এই অবস্থা ও সই সংগ্রহ চলবে। ডানকুনি থানায় কিছু সময় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় কাউন্সিলরকে।