হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা সরোজমিন করলেন হাওড়ার পুলিশ কমিশনার সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। মঙ্গলবার সকালে হাওড়া সেন্ট্রাল ও সাউথ ডিভিশনের অন্তর্গত বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেল তাঁরা পরিদর্শন করেন। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এদিন ব্যাঁটরা, হাওড়া, চ্যাটার্জিহাট, দাসনগর, জগাছা, শিবপুর সহ কয়েকটি থানা এলাকার একাধিক মন্ডপ পরিদর্শন করা হয়। স্বামীজী স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল দিয়ে এদিনের পরিদর্শন শুরু হয়।
মূলতঃ সরকার ও প্রশাসনের নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা দেখা হয়। এদিন স্বামীজী স্পোর্টিং ক্লাব, বেতড় সার্বজনীন দুর্গোৎসব সমিতি, মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব, নতুন পল্লী সার্বজনীন, জাতীয় সেবাদল, অন্নপূর্ণা ব্যায়াম সমিতি, ব্যাঁটরা নবীন সংঘ, ব্যাঁটরা মহিলা সংঘ, বালিটিকুরি নেতাজি বালক সংঘ, ইছাপুর শিবাজী সংঘ পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা।