হুগলি, ২৩ সেপ্টেম্বর:- হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের গত মাসের বেতন হয়নি। উৎসবকালীন ভাতা যেটা দেওয়া হয় তাও মেলেনি। সকাল থেকে পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ বসে কর্মীরা। পুরসভার ভিতরে যারা কাজ করেন সেই কর্মীদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পুজোর সময় বেতন বোনাস না পেলে তাঁদের চলবে কি করে তাই পুরসভার গেটে বিক্ষোভ করছেন দাবী অস্থায়ী কর্মীদের। প্রতিমাসেই চুঁচুড়া পুরসভার বেতন নিয়ে টালবাহানা চলে।
দু হাজারের অধিক অস্থায়ী কর্মীর বেতন যোগাতে হিমসিম খেতে হয় পুরসভাকে। আগস্ট মাসের বেতন এখনো হয়নি যে সব অস্থায়ী কর্মী বাইরে কাজ করেন তাদের। চেয়ারম্যানকে ডেপুটেশান, জল ও সাফাই বিভাগ বন্ধ করে দেওয়া আন্দোলন চলছে। গতকাল সদর মহকুমা শাসক কর্মীদের ডেকে আলোচনা করে সমস্যা মেটানোর কথা বলেছিলেন।আজ সকাল থেকে পুরসভা অচল করে চলছে বিক্ষোভ। পুরসভার চেয়ারম্যান কাউন্সিলরদের সুডার প্রশিক্ষণ আছে সল্টলেকে।সেখানে গেছেন সবাই। এদিকে বিক্ষোভের জেরে পুরসভার সব দপ্তর বন্ধ।