এই মুহূর্তে জেলা

সিন্ডিকেট রাজের তদন্তে সিবিআই এর চিঠি কোন্নগর পুরসভায়, পাল্টা সত্যতা যাচাইয়ে পুরপ্রধান।


হুগলি, ২৩ সেপ্টেম্বর:- ইমারতী দ্রব্য সরবরাহের নামে সিণ্ডিকেট চালানো ও বেআইনি ভাবে ব্যবসার অংশীদার হওয়ার অভিযোগ ওঠায় কোন্নগরের বাসিন্দা সুভাষচন্দ্র ভাদুড়ি ওরফে বাপ্পা ও মহন্মদ সাবির নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে কোন্নগর পুরসভায় চিঠি দিয়ে রিপোর্ট চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চলতি মাসের ১৯ তারিখে কোন্নগর পুরসভার তরফে সেই চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়।তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। দুপাতার চিঠিতে প্লিজ ট্রিট মোষ্ট আর্জেন্ট লেখা হরফে বলা হয়েছে অভিযুক্ত বাপ্পা ও সাবির তারা বাজারের থেকে কম দামে কাচামাল সরবরাহ করত প্রমোটার ও ডেভলপারদের।

লেনদেন মোটা অঙ্কে পৌঁছালে তারা বে আইনি ভাবে প্রোমোটার ও ডেভেলপারদের উপর চাপ সৃষ্টি করে বে আইনি ভাবে ব্যাল্কমেলিং করে ব্যবসায় অংশীদারিত্ব লিখিয়ে নিত। সেই অভিযোগ খতিয়ে দেখে তদন্তের রিপোর্ট চাওয়া হয় পুরপ্রধানের কাছে। এ বিষয়ে পুরপ্রধান বলেন, ১৭ তারিখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি চিঠি এসেছে। যাদের কথা চিঠিতে উল্লেখ আছে তারা কোন্নগরের বাসিন্দা। চিঠি আসল না নকল সেটা জানার জন্য পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তারপর ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে তারা কোনো এই ধরনের চিঠি পাননি। ফলে ধন্দ তৈরী হয়েছে।