হুগলি, ২১ সেপ্টেম্বর:- ডিভিসির ছাড়া জলে হুগলির বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায়। নষ্ট হয়েছে প্রচুর কাঁচা সবজি। ফলে খোলা বাজারে সব সবজির দাম সেঞ্চুরির পথে। নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, সবজির যোগান কম থাকায় দুদিনের মধ্যে সবজির দাম কেজি প্রতি ২০ টাকা থেকে ৩০ টাকা করে বেড়েছে। পুজোর সময় আরো দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে বেগুনের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। পালংশাক ১০৯ টাকা কেজি দাম হয়েছে। করলা, ঝিঙে, চিচিঙ্গা, ঢেঁড়স এর দাম ৮০ টাকা থেকে ৯০ টাকার ঘরে ঘোরাফেরা করছে। বিক্রেতাদের দাবি, একদিকে কয়েকদিনের অতি বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যায় চাষের জমিতে নষ্ট হয়েছে সমস্ত ফসল। তাই প্রতিদিন দাম বেড়েই চলেছে।