এই মুহূর্তে জেলা

দুর্ঘটনায় মৃত্যু শ্রীরামপুরের তৃণমূল যুব নেতার।

হুগলি, ২০ সেপ্টেম্বর:- মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল এক যুব তৃণমূল কর্মী। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার শেওড়াফুলি তারকেশ্বর রেল গেটের কাছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অরিন্দম বন্দ্যোপাধ্যায় ওরফে টাব্বু (৩২)বাড়ি শ্রীরামপুর থানার মাহেশ কলোনীতে। রাতে শ্রীরামপুর থানার টহলরত পুলিশের গাড়ি আহত রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকরা জানিয়েছে দুর্ঘটনার অভিঘাতে মস্তিস্কে ও মুখে গুরুতর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে যুবকের। পুলিশ জানিয়েছে ঘটনার দিন রাতে বৈদ্যবাটি চৌমাথা থেকে মোটর সাইকেল চালিয়ে শ্রীরামপুর ফিরছিল অরিন্দম। তারকেশ্বর রেল গেট পেড়িয়ে শেওড়াফুলি ঘোষ মার্কেটের কাছে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাতি স্তম্ভে সজোরে ধাক্কা মারে।

তাতেই মুখ ও মাথায় গুরুতর চোট লাগে অরিন্দমের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে প্রচন্ড গতির কারণেই মোটর সাইকেল সরাসরি বাতি স্তম্ভে ধাক্কা মারে। মাথায় হেলমেট না থাকায় ঘটনাস্থলেই ভয়ানক জখম হয়ে লুটিয়ে পড়ে মোটর সাইকেল আরোহী।হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। এলাকায় খুবই জনপ্রিয় ছিল অরিন্দম। তৃণমূলের যুব সংগঠনের সক্রিয় সদস্য ছিল। এ দিন শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে আসেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, কাউন্সিলর সন্তোষ সিং, অসীম পণ্ডিত, তিয়াশা মুখোপাধ্যায়েরা। মন্ত্রী বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী বলেন, খুবই খারাপ খবর। আমাদের একনিষ্ঠ কর্মী ছিল। মরদেহ মাহেশ কলোনী হয়ে বল্লভপুর শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়।