এই মুহূর্তে জেলা

রাষ্ট্রায়ত্ব ব্যাংকের অফিসার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা শ্রীরামপুরে।

হুগলি, ১৯ সেপ্টেম্বর:- শ্রীরামপুর বটতলা সংলগ্ন একটি ভবনে একটি বহু প্রচলিত রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মীদের সুরক্ষা এবং বিভিন্ন পরিষেবা বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ। ব্যাংক কর্তৃপক্ষরা জানান রাষ্ট্রায়ত্ব ব্যাংকের পর্যাপ্ত পরিমাণে কর্মী সংখ্যা না থাকায় মহিলাদের উপর কাজের চাপ বাড়ছে। আর সেই কারণেই বিভিন্ন সময় মহিলাদের গ্রাহকদের পরিষেবা দিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এখন বর্তমান যা পরিস্থিতি তাতে করে মহিলাদের রাতের নিরাপত্তার কথাও মাথায় রাখতে হচ্ছে। তাই প্রত্যেক সপ্তাহে ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যাংকের পক্ষ থেকেই একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

যেখানে মহিলা নিরাপত্তা থেকে শুরু করে ব্যাংকের গ্রাহকদের পরিষেবা বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন, এবং সমস্ত কাজ সঠিকভাবে সামলানো নিয়ে একটি আলোচনা সভা করা হয়। যাতে করে ব্যাংকের পুরুষ কর্মচারীর পাশাপাশি মহিলা কর্মচারীরাও তাদের ব্যাংকের পরিষেবা দেয়ার বাইরে ও সাংসারিক জীবন এবং নিরাপত্তার কথা মাথায় রাখতে পারেন। রাষ্ট্রায়ত্ব ব্যাংকের অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় দাস জানান আমাদের এই কর্মী সভায় আলোচনার বিষয় এটাই। এবং মহিলাদের ব্যাংকের মধ্যে কিভাবে সুষ্ঠুভাবে কাজের পরিবেশ বজায় রাখা যায় সেটাও আমাদের মাথায় রাখতে হবে।