হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ার জে এন মুখার্জি রোডের একটি ছাঁট গেঞ্জি কাপড়ের গোডাউনের ছাদ ভেঙে পড়ে ভোররাতে ঘটে গেল দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আনুমানিক ৪ জন আটকে ছিলেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটে ভোর সাড়ে চারটে নাগাদ।
সেই সময় ৯ জন শ্রমিক ওই গোডাউনের ভিতরে ঘুমোচ্ছিলেন। তখনই আচমকা ঘটে দুর্ঘটনা। ৫ জন নিজেরাই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। ৪ জন ভিতরে আটকে পড়ে। ছাদ ভেঙে পড়েই ঘটে ওই ঘটনা। পুলিশ ও দমকল তৎপরতার সঙ্গে কাজ করলেও এদের সকলকে এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, ৩ জনের এখনো ভিতরে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধার কাজ চলছে।