এই মুহূর্তে জেলা

হাওড়ায় DYFI এর স্বাস্থ্য ভবন ঘেরাওকে কেন্দ্র করে তুলকালাম।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- হাওড়ায় বাম ছাত্র, যুবদের স্বাস্থ্য-দপ্তর অভিযান ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সরব হন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মীরা। আরজি কর-কাণ্ডে ও হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতেই এদিন হাওড়া জেলা স্বাস্থ্য-দপ্তর অভিযানের ডাক দেয় বাম যুব সংগঠন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জী, দীপ্সিতা ধর, ধ্রুবজ্যোতি সাহা, দেবাঞ্জন দে, কণীনিকা ঘোষ, স্বপ্না ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।