হুগলি, ১ সেপ্টেম্বর:- আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জেলায় জেলায় বিক্ষোভের ছবি তৃণমূলের। সেরকমই রবিবার সকালে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্নামঞ্চ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। সেখানেই উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। ধর্নামঞ্চ থেকে বিধায়ক কাঞ্চন মল্লিক বলে আমরা দোষীর ফাঁসির দাবি জানাচ্ছি কিন্তু এখন সিবিআই তদন্ত করছে দেশের সর্বোচ্চ আদালত যেখানে নিজে এই মামলাটা দেখছে সেখানে মিছিলের নাম করে এই অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করা এটার কি কোন দরকার আছে। তিনি আরো বলেন আমি জানতে চাইছি যারা লালবাজার অভিযান,
নবান্ন অভিযান এইসব কথা বার্তাগুলো বলছেন তাদের কাছে আমার প্রশ্ন নবান্ন অভিযান করে কি নবান্ন থেকে দোষীর শাস্তির অর্ডার হবে? আমার মনে হয় সেটা হওয়া সম্ভব নয়। এইসব করে কিছু মানুষ মূল বিষয় থেকে তার অভিমুখটা পাল্টে দিচ্ছেন। অনেকেই শুনছি পুজোর অনুদান নেবেন না বলছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত। আবার অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন তারা কি সরকারি বেতন টা নেবেন না আবার অনেক সময় পূজোর বোনাস দেওয়া হয় তাহলে কি সেগুলো প্রত্যাখ্যান করবেন তো! এই দিন ধর্না মঞ্চ থেকে একাধিক প্রশ্ন ছুড়ে দেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক।