এই মুহূর্তে জেলা

পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে হাওড়া থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার।

হাওড়া, ১ সেপ্টেম্বর:- হাওড়া হাসপাতালের ঘটনায় হাওড়ার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এদিন বিকেলে হাওড়া থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপির মহিলা মোর্চা। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদরের সভাপতি রামপ্রসাদ ভট্টাচার্য, হাওড়া জেলা সদর মহিলা মোর্চার সভানেত্রী পৌলমী আদক। হাওড়া থানার সামনে রাজ্যের পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানিয়ে স্লোগান দেন তারা।

দিলীপ ঘোষ বলেন, আজ সকালে প্রাতঃভ্রমণের সময় ব্যবসায়ীর উপর গুলি চালনা এবং কিশোরীর উপর শ্লীলতাহানির ঘটনা জানতে পারি। এটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত ১৪ বছরে ৪৮ হাজার এমন ঘটনা ঘটেছে। এইরকম ঘটনা প্রতিদিনই ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও ফাঁসি কখনও ফাস্ট ট্রাক কোর্টে মামলার কথা বলছেন। কিন্তু না কোনও তথ্য দিচ্ছেন, না কাউকে গ্রেফতার করতে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যেয়র সরকার থাকলে এমন ঘটনা ঘটতেই থাকবে।