হুগলি, ২৮ আগস্ট:- স্কুল পড়ুয়াদের মোবাইলে সাইবার প্রতারণা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে হরিপাল থানার ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে ” সাইবার পাঠশালা “। এই পাঠশালার উদ্বোধন করেন হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশীষ সেন। তিনদিন ধরে চলবে এই পাঠশালা। মোট 50 টি স্কুল প্রতিদিন তিনটি পর্যায়ে ট্রেনিং নেবে এই সাইবার পাঠশালা থেকে। হুগলি গ্রামীন পুলিশ সুপার বলেন, বর্তমান দিনে অনলাইনে পড়াশোনার প্রচলন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করোনা মহামারীর পর পড়ুয়ারা অন লাইনে পড়াশোনা ছাড়াও সমাজ মাধ্যমেও অনেক বেশী সক্রিয় হয়ে উঠেছে। আর সেই সুযোগেই অসাধু ব্যক্তিরা সাইবার প্রতারনার ফাঁদে জড়িয়ে ফেলে পড়ুয়াদের। কখনো সহজে টাকা রোজগারের লোভ, কখনো লোভনীয় অফার, আবার কখনো অজানা এ্যাপ ডাউনলোড এর মাধ্যমে অর্থ উপার্জন সহ একাধিক লোভনীয় প্রতরনার ফাঁদে পা দিয়ে ফেলেন পড়ুয়ারা।
এর ফলে একাধিক সমস্যায় পড়ে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। সেই সব ফাঁদ কিভাবে পড়ুয়ারা এড়িয়ে যাবেন, কোন লিঙ্ক খুললে বিপদজনক, ইত্যাদি একাধিক সাইবার সংক্রান্ত সচেতানতা পাঠ অডিও ভিজ্যুয়াল এর মাধ্যমে প্রদান করা হয় পড়ুয়াদের। পাশাপাশি একাধিক বিষয়ে ছোট ছোট স্টল করা হয়েছে, যেখানে পুলিশের সাইবার এক্সপার্ট রা রয়েছেন। কারোর কোন বিষয়ে প্রশ্ন থাকলে তার যথাযথ উত্তর দিয়ে পড়ুয়াদের সচেতন করা হচ্ছে। হুগলি গ্রামীন পুলিশের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে সিঙ্গুর গোলাপ মোহিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী তিথি মাঝি বলেন, এই সাইবার পাঠশালা থেকে অনেক কিছু শিখলাম। যেটা আগামীদিনে আমি, আমার পরিবার সহ স্কুলের বন্ধুদের ও পরিচিত ব্যক্তিদের সাইবার প্রতারণা থেকে সচেতনতা করবো। B1- কামনাশীষ সেন- হুগলি গ্রামীণ পুলিশ সুপার। B2- তিথি মাঝি- স্কুল ছাত্রী, সিঙ্গুর।