এই মুহূর্তে জেলা

আরজিকর কাণ্ডের প্রতিবাদে চুঁচুড়ায় পথে নামল প্রেসক্লাব অফ হুগলির সাংবাদিকরা।

হুগলি, ২৭ আগস্ট:- আরজিকর কাণ্ডের পর থেকে ধারাবাহিকভাবে সাংবাদিকরা তুলে ধরেছেন গোটা ঘটনার বাস্তবিক চিত্র। সংবাদকর্মীরা বিভিন্ন সময়ে সমাজে ঘটে যাওয়ার অপ্রিতিকর ব্যবস্থাকে তুলে ধরলেও এবার একেবারে রাস্তায় নেমে প্রতিবাদ দেখালেন হুগলি জেলার সাংবাদিকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে হুগলি প্রেসক্লাবের পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড় এলাকায় একটি সমাবেশের আয়োজন করা হয়। যেখানে একসঙ্গে ক্যামেরা বুম ছেড়ে হাতে পোস্টার নিয়ে মিছিল করেন হুগলি জেলার সমস্ত সাংবাদিক ও এলাকার শিল্প মনস্ক মানুষজন।

চুঁচুড়া প্রেসক্লাবের সামনে থেকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শুরু হয় এক প্রতিবাদ পদযাত্রা। চুঁচুড়া শহরের রাজপথ ধরে স্লোগান দিয়ে সেই মিছিল পৌঁছায় ঘড়ির মোর এলাকায়। সেখানে অস্থায়ী একটি মঞ্চ তৈরি করে সংবাদ কর্মী ও এলাকার শিল্পীরা তাদের প্রতিবাদ বিক্ষোভ জানায়। শিল্পীরা আয়নার উপরে একটি বাস্তব সমাজ ব্যবস্থার চিত্র অংকন করেন। অস্থায়ী মঞ্চ থেকে দেশ জুড়ে নারী নিরাপত্তা, ও বর্তমান সময়ে ঘটে চলা অন্যায় অবিচারের প্রতিবাদ জানানো হয়।